ঢাকা: রাজধানীর মিরপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের অফিসে অগ্নিদগ্ধ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। জামাল খান (২৭) নামে ওই ব্যক্তির মিরপুর-১২ নম্বর ডিওএইচএসে অফিস ছিল।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে তার মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ময়নাতদন্তের জন্য নেওয়া হয়।
তার বাবার নাম মো. কোরবান আলী খান। বর্তমান ঠিকানা সবুজ বাংলা আবাসিক এলাকা, পল্লবী সেকসন-১১, ব্লক-সি, হাউজ-২৯।
পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু সাঈদ বাংলানিউজকে বলেন, বেলা ১২টার দিকে সিএমএইচ হাসপাতাল থেকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকে পাঠানো হয়।
ঘটনা প্রসঙ্গে বড় ভাই কামাল হোসেন জানান, মিরপুর-১২ নম্বর ডিওএইচএসে জামালের বায়িং হাউজের অফিস রয়েছে। সেখানে গত ৭ তারিখ তিনি অগ্নিদগ্ধ হন। তার সঙ্গে আরও দগ্ধ হন অফিসের একজন নারী সহকর্মীও। পরে জামালকে দ্রুত সিএমএইচ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। আর ঢামেকে ওই নারী চিকিৎসাধীন আছেন।
বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৪
আইএ