ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
রাজশাহীতে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীতে সাংবাদিকতায় তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) আয়োজনে বুধবার (১৪ অক্টোবর) থেকে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

এতে সহযোগিতা করছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের হলরুমে সকালে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক মো. শাহ আলমগীর।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান।

উদ্বোধনী অনুষ্ঠানে পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীর বলেন, সময়ের প্রয়োজনে নতুন করে সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণের সময় এসেছে। এখন খবরের ধরb পাল্টেছে। পাল্টেছে লেখার ধরbও। আগের সাংবাদিকতা আর এখনকার সাংবাদিকতার মধ্যে তফাৎ তৈরি হয়েছে।

তিনি বলেন, এখন সাংবাদিকতার নাম ভাঙিয়ে অনেক অপসাংবাদিকতা হচ্ছে। এ ধারা থেকে বেরিয়ে আসতে হবে। বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করে প্রকৃত সাংবাদিকতাকে এগিয়ে নিতে হবে।

পরে তিনি নিজেই সংবাদের বস্তুনিষ্ঠতা ও সাংবাদিকের জবাবদিহিতা বিষয়ে একটি সেশন পরিচালনা করেন। এ সময় সাংবাদিকদের নিষ্ঠার সঙ্গে খবর পরিবেশনেরও আহ্বান জানান।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী দিনে সংবাদ সূচনা, সংবাদ ধারণা, সাংবাদিকের কাজ ও গুণাবলি নিয়ে সেশন পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. প্রদীপ কুমার পাণ্ডে।

আগামী ১৫ অক্টোবর এ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ কর্মশালায় রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ৩৫ জন সাংবাদিক অংশ নিচ্ছেন। কর্মশালায় সমন্বয়কের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের সহকারী প্রশিক্ষক তানিয়া পারভিন।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।