ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে অস্ত্র-গুলিসহ আটক ৫

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
রূপগঞ্জে অস্ত্র-গুলিসহ আটক ৫ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা থেকে পাঁচ যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১১) সদস্যরা।

এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, পাঁচ রাউন্ড তাজা গুলি, একটি ককটেল ও ছয়টি মোবাইল সেট উদ্ধার করা হয়।



বুধবার (১৪ অক্টোবর) দুপুরে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাহ উদ্দিনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার মাছিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলো- উপজেলার মাছিমপুর এলাকার দেলোয়ার মিয়ার ছেলে আশিক মিয়া ওরফে শামীম (১৬), গিয়াস উদ্দিনের ছেলে হৃদয় মোল্লা (২০), লোকমান মিয়ার ছেলে রবিন (১৮), ইসমাইল মিয়ার ছেলে আশেকে রাসুল ইব্রাহীম (৩৩) ও আবুল হোসেনের ছেলে সেলিম মিয়া (২৫)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাত ৯টার দিকে র‌্যাব-১১ এর একটি দল মাছিমপুর এলাকায় অভিযান চালিয়ে ওই ৫ জনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, পাঁচ রাউন্ড তাজা গুলি, একটি ককটেল ও ছয়টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

আটক যুবকরা এলাকার চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ। তারা অস্ত্র দেখিয়ে স্থানীয়দের ভয়-ভীতি প্রদর্শন করাসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ডাকাতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে আধিপত্য বিস্তার করে থাকে। তাদের ছত্র-ছায়ায় অনেক মাদক ব্যবসায়িরা অবাধে এলাকায় মাদক ব্যবসা করছেন।

র‌্যাব সদস্যরা দীর্ঘদিন ধরে তাদের কার্যক্রম ও গতিবিধির ওপর গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে। অস্ত্রসহ তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে অস্ত্র-গুলিসহ তাদের হাতে-নাতে আটক করা হয়।

এ ব্যাপারে তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।