ঢাকা: এশিয়ান রাজনৈতিক দলের বিশেষ সম্মেলনে যোগ দিতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল ঢাকা ত্যাগ করেছে।
বুধবার (১৪ অক্টোবর) চীনের উদ্দেশে প্রতিনিধি দল ঢাকা ত্যাগ করে।
এশিয়ার রাজনৈতিক দলগুলোর বিশেষ এ সম্মেলনে অংশ নিতে সংসদীয় দলের অন্য সদস্যরা হলেন- ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ, সংসদ সদস্য পঙ্কজ নাথ, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী ও নূরজাহান বেগম।
স্পিকারের নেতৃত্বাধীন প্রতিনিধি দলকে বিদায় জানাতে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুলসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
সফর শেষে ১৭ অক্টোবর স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
এসএম/এমজেএফ