ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
বরিশালে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: সীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবিতে বরিশালে মানববন্ধন করেছেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরের দিকে নগরীর টাউন হলের সামনে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।



ফেডারেশনের সভাপতি ড. বিনয় ভূষণ রায়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন-মো. সাইদুর রহমান, মাওলানা শহীদুল ইসলাম, আব্দুল বাকি, মো. মিজানুর রহমান প্রমুখ।

বক্তরা বলেন, স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী স্কুল-কলেজ) এমপিও ভুক্ত না হওয়ায় এর শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছেন।

মানবিক বিষয় বিবেচনা করে তারা সরকারের কাছি জরুরি ভিত্তিতে এসব প্রতিষ্ঠান এমপিও ভুক্তির জরালো দাবি জানান। এ সময় তারা তিন দফা দাবিও তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।