ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
ঝিনাইদহে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: ঝিনাইদহের বারবাজারে রেলওয়ের জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বুধবার (১৪ অক্টোবর) সকাল থেকে শুরু হয়ে এ অভিযান বিকেল পর্যন্ত চলবে।



উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন রেলওয়ের ভূ-সম্পত্তির বিভাগীয় কর্মকর্তা মোস্তাক আহমেদ। এ সময় কালীগঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ঝিনাইদহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার রায় বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে এক শ্রেণির প্রভাবশালী দখলদাররা অবৈধভাবে এ সম্পত্তি দখল করে ভবন নির্মাণ করেছিলেন। এ অভিযানে ৪০টি অবৈধ দোকান ঘর উচ্ছেদ করা হয়েছে।

বারোবাজার রেলগেটে গত বছরের ১লা আগস্ট বর যাত্রীবাহী একটি বাস ও ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত হয়। ওই সময় তদন্ত কমিটি গঠন করা হয়, সেই তদন্ত প্রতিবেদনে উল্লেখ্য করা হয় দুর্ঘটনার প্রধান একটি কারণের মধ্যে অবৈধ স্থাপনাও একটি। এর পরিপ্রেক্ষিতে বুধবার সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। অবৈধ দখলদার মুক্ত না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে কর্মকর্তারা জানান।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।