ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে পুলিশের মতবিনিময়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
বগুড়ায় পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে পুলিশের মতবিনিময় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: আসন্ন শারদীয় দুর্গাপূজা আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে বগুড়ায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মতবিনিময় সভা হয়েছে। সভায় জেলার পুলিশ প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।


 
বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টা থেকে প্রায় চার ঘণ্টাব্যাপী জেলা পুলিশ সুপারের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়।
 
সভায় জেলা পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সায়ফুজ্জামান ফারুকী, অতিরিক্ত পুলিশ সুপার (পূর্ব) আরিফুর রহমান মণ্ডল, অতিরিক্ত পুলিশ সুপার মুনিরা সুলতানা, গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার দেব, সাধারণ সম্পাদক ‍সাগর কুমার রায়, প্রকাশনা সম্পাদক বিমল কুমার দত্ত, পূজা বিষয়ক সম্পাদক বিলাসী রানী সরকার, কাহালু উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নন্দ গোপাল সাহা, ধুনট উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ বিকাশ কুমার সাহা, সারিয়াকান্দি উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুনাংশু সাহা, সাধারণ সম্পাদক চন্দন চক্রবর্তী, সোনাতলা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার সাহা, আদমদীঘি উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ সাহা, মালতীনগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তাপস নিয়োগী, দত্তবাড়ী ট্রাস্টের ট্রাস্টি সাধারণ সম্পাদক তরুণ কুমার চক্রবর্তীসহ জেলার ১২টি উপজেলার থানা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা ‍ উপস্থিত ছিলেন।
 
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার দেব বাংলানিউজকে জানান, পূজা মণ্ডপের আশেপাশের এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হবে। যানজট নিরসনে আগামী মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার শহর এলাকায় ভারী কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না। পূজামণ্ডপগুলোতে পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবক দল থাকবে। প্রত্যেক পূজামণ্ডপে বিকল্প আলোর ব্যবস্থা থাকবে। পটকা বা আতশবাজি ফোটানো যাবে না।

আজান ও নামাজের সময় প্রত্যেক পূজামণ্ডপে মাইক বন্ধ থাকবে। আর ২৩ অক্টোবর সন্ধ্যা ৬টার মধ্যে প্রতিমা বিসর্জন দিতে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
 
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।