রাঙামাটি: রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্থগিত করার দাবি জানিয়েছে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহযোগি দুই সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশন।
বুধবার (১৪ অক্টোবর) সকালে রাঙামাটি শহরে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে তারা এ দাবি জানান।
একই সময় তারা পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়া প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের কার্যক্রম স্থগিত রাখার দাবি জানিয়ে বলেন, সরকার যদি পেশিশক্তি দিয়ে জোর করে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম শুরু করে তাহলে এর পরিণতি শুভ হবে না। এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও সরকারকে সতর্ক করে দেন তারা। একই সঙ্গে যে কোনো অনাকাঙ্খিত ঘটনার জন্য সরকারই দায়ী থাকবে বলেও সতর্ক করে দেয় তারা।
পিসিপির সভাপতি বাচ্চু চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, অধিরাম চাকমা, সুইনু মারমা, পুলক চাকমা, টোয়েন চাকমা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জনসংহতি সমিতির নেতা উদয়ন ত্রিপুরা।
জনসংহতি সমিতির বিরোধিতার মুখে গত ১০ জানুয়ারি রাঙামাটি মেডিকেল কলেজের ক্লাস শুরু হলেও রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস এখনো শুরু হয়নি। মেডিকেল কলেজে ইতোমধ্যেই দুই ব্যাচে ১০০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে আর বিশ্ববিদ্যালয়টির প্রথম ব্যাচে ৭৩ জন শিক্ষার্থী ভর্তি শেষে ক্লাস শুরুর প্রতীক্ষায় আছে।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
এসএইচ