সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দিতে নকল ও মেয়াদাত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ছয়টি ওষুধের দোকানকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাসান এ জরিমানা করেন।
উপজেলার হাসপাতাল রোডের সমতা ফার্মেসিকে পাঁজ হাজার টাকা, জননী ফার্মেসিকে তিন হাজার টাকা, স্বাস্থ্য সেবা ফার্মেসিকে ১০ হাজার টাকা, রাহাত ফার্মেসিকে দুই হাজার টাকা, আবির হাসান নাহিদ ফার্মেসিকে পাঁচ হাজার টাকা, হাটফুলবাড়ী বাজারের নাহিদ অ্যান্ড নোসান ফার্মেসিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত হওয়া যায়।
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
টিআই