মেলা প্রাঙ্গণ থেকে: তৃতীয় বারের মতো শুরু হয়েছে প্রক্রিয়াজাত খ্যাদ্যপণ্য নিয়ে ‘ফুড প্রো বাংলাদেশ ২০১৫’ মেলা।
বুধবার (১৪ অক্টেবর) দুপুর থেকেই মেলায় দর্শনার্থীদের সমাগম শুরু হয়েছে।
এছাড়া এ মেলার সঙ্গে একই স্থান ও সময়ে কৃষি প্রযুক্তি ও যন্ত্রের প্রদর্শনী নিয়ে ‘অ্যাগ্রো বাংলাদেশ এক্সপো ২০১৫’ এবং চাল উৎপাদন ও প্রক্রিয়াজতকরণের যন্ত্রপাতি প্রদর্শনী নিয়ে ‘রাইস অ্যান্ড গ্রেইনটেক এক্সপো ২০১৫’ নামে দুটি মেলাও শুরু হয়েছে।
আগামী ১৭ অক্টোবর এ মেলার পর্দা নামবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাতটা পর্যন্ত দর্শনার্থীরা মেলা প্রদর্শন করার পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য সংগ্রহ করতে ও জানতে পারবেন।
‘ফুড প্রো বাংলাদেশ ২০১৫’ মেলার আয়োজনে যৌথভাবে রয়েছে বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা), ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ ইন্সপায়ারড প্রকল্প এবং এক্সট্রিম এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট সল্যুশন (ইথ্রি সল্যুশন)।
আয়োজকের পক্ষ থেকে জানানো হয়, এবারের মেলায় ভারত, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, চীন, জার্মানি, সিঙ্গাপুর, জাপান, হল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এতে ১৩০টি প্রতিষ্ঠানের ২৩০টি স্টল রয়েছে।
মেলা সবার জন্য উন্মুক্ত। বিস্তারিত জানা যাবে ০১৭১৩৩৮৬০৬২ নম্বর ও www.foodpro.com.bd ওয়েবসাইট থেকে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করবেন শিল্প মন্ত্রী আমির হোসেন আমু। বিশেষ অতিথি হিসেবে থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
বুধবার শুরু হচ্ছে ফুড প্রো মেলা
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
একে/এমজেএফ