ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
ঈশ্বরদীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা

ঈশ্বরদী: পারিবারিক কলহের জের ধরে ঈশ্বরদীতে ট্রেনের বদলি ইঞ্জিনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন মতিয়া খাতুন (২৫) নামে এক তরুণী।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।

মতিয়া ঈশ্বরদীর ফতেমোহাম্মদপুর কলাবাগান এলাকার আব্দুস সাত্তারের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, বুধবার দুপুর ২টার দিকে ঈশ্বরদী রেলওয়ে লেকোসেড থেকে একটি বদলি ইঞ্জিন স্টেশনের দিকে আসছিল। এ সময় বাড়ি থেকে দৌড়ে এসে স্থানীয় লোকজনের সামনেই হঠাৎ ওই তরুণী ইঞ্জিনের নিচে নিচে ঝাঁপ দেন। এতে তার দেহ দ্বিখন্ডিত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।