ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

তেজগাঁও ট্রাক টার্মিনাল পর্যায়ক্রমে সরানো হবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
তেজগাঁও ট্রাক টার্মিনাল পর্যায়ক্রমে সরানো হবে (ফাইল ফটো)

ঢাকা: তেজগাঁও ট্রাক টার্মিনাল সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পর্যায়ক্রমে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।


 
বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
 
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, রাস্তায় কোনো ট্রাক থাকতে পারবে না। অপরদিকে টার্মিনালের ভেতরে যেসব গ্যারেজ রয়েছে তাও সরিয়ে নিতে হবে।

বৈঠকের পর নৌ পরিবহন মন্ত্রণালয়ের জন সংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, তেজগাঁও ট্রাক টার্মিনাল পর্যায়ক্রমে অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যত্র জায়গা পাওয়া সাপেক্ষে পর্যায়ক্রমে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।
 
জাহাঙ্গীর আলম জানান, এই মুহূর্তে ট্রাক টার্মিনালের ভেতরে জায়গা দখল করে গাড়ি মেরামত ও বড়ি তৈরির জন্য গ্যারেজ করা হয়েছে। সেগুলো উঠিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া রাস্তায় কোনো ট্রাক বা গাড়ি না রাখা হয় তার নির্দেশনা দেওয়া হয়েছে।
 
তেজগাঁও ট্রাক টার্মিনাল পর্যায়ক্রমে অন্যত্র সরিয়ে নেওয়ার লক্ষ্যে আগামী ২৭ অক্টোবর নৌপরিহন মন্ত্রী, এলজিআরডি মন্ত্রী, সড়ক পরিবহন মন্ত্রী, রেলপথ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রীরা তেজগাঁও ট্রাক টার্মিনাল পরিদর্শন করবেন।
 
নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রাকস্ট্যান্ড স্থানান্তরের প্রথম পর্যায়ে ট্রাকস্ট্যান্ডে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সেখানে ট্রাক-কাভার্ডভ্যান সারিবদ্ধভাবে রাখতে হবে। ট্রাকস্ট্যান্ডের ভিতরের কোনো জায়গা যেন গ্যারেজ হিসেবে ব্যবহার করা না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে।
 
অপরদিকে রাজধানীর চারপাশে বিভিন্ন স্থানে বহুতল ট্রাকস্ট্যান্ড গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায়। এ লক্ষ্যে জায়গার প্রাপ্যতার বিষয়ে ঢাকা জেলা প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়।
 
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বৈঠকে সভাপতিত্ব করেন। এ সময় অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী, রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ফিরোজ সালাহউদ্দিন, ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন, রাজউক-এর প্রধান নগর পরিকল্পনাবিদ মো. সিরাজুল ইসলাম, ঢাকা জেলা প্রশাসক মো. তোফাজ্জেল হোসেন মিয়া, বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. রুস্তম আলী খান, বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান, ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫/আপডেট: ১৭০৪ ঘণ্টা
এসএমএ/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।