ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে শ্রমিকদের পাওনা পরিশোধের দাবি

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
সৈয়দপুরে শ্রমিকদের পাওনা পরিশোধের দাবি

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরের আহমেদ উড ক্রাফটস (প্রা.) লিমিটেডে কর্মরত শ্রমিক-কর্মচারীরা পাওনাদি পরিশোধের দাবিতে মানববন্ধন করেছেন।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সৈয়দপুর বাইপাস সড়কের ওয়াপদায় কোম্পানির সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।



মানববন্ধনে বক্তারা জানান, শ্রমিক-কর্মচারীদের সব পাওনাদি পরিশোধ না করে হঠাৎ কোম্পানি লে-অফ (বন্ধ) ঘোষণা করায় তারা পথে বসেছেন।

এছাড়া, শ্রমিক নির্যাতন বন্ধ, শিশুশ্রম বন্ধ, কোম্পানিতে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার করারও দাবি জানান তারা।

এদিকে, ওই কোম্পানির মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, ৯০ শতাংশ শ্রমিক কাজ করতে আগ্রহী, মাত্র ১০ ভাগ শ্রমিক আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কোম্পানি লে-অফ (বন্ধ) ঘোষণা করা হয়নি। তবে কাজকর্ম কমে যাওয়ায় কারখানাটি সাময়িক বন্ধ রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।