ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

নিয়োগ দুর্নীতি

কর্ণফুলী গ্যাসে নিয়োগ পাওয়া ৫ জনকে জিজ্ঞাসাবাদ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
কর্ণফুলী গ্যাসে নিয়োগ পাওয়া ৫ জনকে জিজ্ঞাসাবাদ

ঢাকা: কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের প্রয়োজনে নিয়োগ পাওয়া ৫ জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৪ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ে সংস্থার উপ-পরিচালক আবদুস সোবহান বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করেন।



যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা হলেন- কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সহকারী প্রকৌশলী ওয়াজেদ আলী, সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ কামাল হোসেন, মুরাদ বিন আবছার, কমর উদ্দিন এবং উপ- সহকারী প্রকৌশলী সৈয়দ মোরশেদ উল্লাহ।

দুদক সূত্র জানায়, দুর্নীতির মাধ্যমে তারা নিয়োগ পেয়েছেন বলে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কর্ণফুলী গ্যাস ফিল্ডে বিভিন্ন পদে ৫৭ জন কর্মকর্তা-কর্মচারীকে কোনো প্রকার নিয়োগ বিজ্ঞপ্তি ও যোগ্যতা যাচাই ছাড়াই নিয়োগ দেওয়া হয়। এক্ষেত্রে কোম্পানির পরিচালনা পর্ষদের অনুমতি পর্যন্ত নেওয়া হয়নি।

কোম্পানির জিএমের নেতৃত্বে কমিটির নিয়োগ-সংক্রান্ত সভায় তিনটি পদের জন্য ৩১টি শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত হলেও শেষ পর্যন্ত এ পদে লোক নিয়োগ দেওয়া হয়েছে ১৪৩ জন। নিয়োগের ক্ষেত্রে জেলাকোটা, মুক্তিযোদ্ধা কোটা, প্রতিবন্ধী কোটা ও নারী কোটা যথাযথভাবে সংরক্ষণ করা হয়নি।

জানা যায়, চলতি বছরের ২২ জুন চট্টগ্রামের পাঁচলাইশ থানায় এ অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা করে দুদক।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
এডিএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।