ঢাকা: মাতৃস্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিকগুলোতে পর্যাপ্ত নার্স নিয়োগের পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি। একই সাথে ইউনিয়ন পর্যায়ে ডাক্তারদের সার্বক্ষণিক সেবা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ‘স্ট্রেংদেনিং পার্লামেন্টস ক্যাপাসিটি ইন ইন্টিগ্রিটেড পপুলেশন ইস্যুস ইনটু ডেভলপমেন্ট (এসপিসিপিডি)’ প্রকল্পের সাব কমিটির সাথে পরামর্শ সভায় এই সুপারিশ করে।
এসপিসিপিডি প্রকল্পের ‘মাতৃস্বাস্থ্য উন্নয়ন ও নিরাপদ প্রসব নিশ্চিতকরণ সাব-কমিটি’র পরামর্শ সভায় সাব-কমিটি বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির জোরালো সুপারিশ করে। মাতৃমৃত্যুর হার কমানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করে।
পরামর্শ সভায় ইউনিয়ন পর্যায়ে ডাক্তাদের সার্বক্ষণিক সেবা প্রদানের সুপারিশ করা হয়। এছাড়াও কমিউনিটি ক্লিনিকগুলোতে পর্যাপ্ত সংখ্যক নার্স নিয়োগ এবং পরিষ্কার-পরিছন্ন রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
এর আগে সংসদীয় কমিটির বৈঠকে কমিটি জয়িতার পণ্য শনাক্তকরণের জন্য সুপারিশ করে। একই সাথে জয়িতার উৎপাদিত খাদ্যদ্রব্যাদির মানোন্নয়নের জন্যও সুপারিশ করে।
তৃণমূল পর্যায়ে জয়িতার পণ্যের সার্বক্ষণিক মনিটরিং এবং পণ্য উৎপাদনের সাথে জড়িত নারীদের যথাযথ দিক নির্দেশনা ও প্রশিক্ষণের সুপারিশ করা হয়। কমিটি সারা দেশে জয়িতার কার্যক্রমের ব্যাপক প্রচার ও প্রসারের সুপারিশ করে।
কমিটির সভাপতি বেগ রেবেকা মমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন, কমিটির সদস্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মেহের আফরোজ, মোছা. মাহাবুব আরা বেগম গিনি, বেগম নাসরিন জাহান রত্না, মনোয়ারা বেগম, বেগম ফজিলাতুন নেসা ও বেগম রিফাত আমিন।
স্থায়ী কমিটির বৈঠক শেষে ‘মাতৃস্বাস্থ্য উন্নয়ন ও নিরাপদ প্রসব নিশ্চিতকরণ সাব-কমিটি’র আহবায়ক জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ এবং সদস্য মো. হাবিবে মিল্লাত বৈঠকে বসেন।
বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জাতীয় মহিলা সংস্থার মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
এসএম/এমজেএফ/