বরিশাল: বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে রোগীর ছাড়পত্র দেওয়াকে কেন্দ্র করে স্বজনদের হামলায় চার সেবক-সেবিকা (নার্স) আহত হয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে হাসপাতালের চতুর্থ তলার দুই নম্বর সার্জারি ইউনিটে এ ঘটনা ঘটে।
এ সময় জসিম উদ্দিন নামে এক হাসপাতাল সেবকের (নার্স) মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ওই হাসপাতালেই চিকিৎসা দেওয়া হয়। আহত অন্যদের প্রাথমিকভাবে নাম জানা যায়নি।
বরিশাল কোতোয়ালি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আনোয়ার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনার প্রতিবাদে বেলা ৫টায় সেবক-সেবিকারা কর্মবিরতি ঘোষণা করে হাসপাতালটির জরুরি বিভাগের সামনে বিক্ষোভ-মিছিল শুরু করেন। এ সময় জরুরি বিভাগে রোগী ভর্তি বন্ধ থাকে।
শেষ খবর পাওয়া পর্যন্ত বেলা সাড়ে ৫টায় বিক্ষোভ-মিছিল চলছিলো।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৪
টিআই