ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

আজিজ মার্কেটের ২০ ফার্মেসিকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
আজিজ মার্কেটের ২০ ফার্মেসিকে জরিমানা

ঢাকা: রাজধানীর শাহবাগ আজিজ মার্কেটের ২০টি ফার্মেসিতে অভিযান চালিয়ে ভেজাল ও মেয়াদহীন ওষুধ পাওয়ায় ১১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের সহায়তায় ব়্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন ব়্যাব-৩ এই অভিযান পরিচালনা করে।

এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম।

তিনি বাংলানিউজকে জানান, দুপুর থেকে বিকেল পর্যন্ত শাহবাগের আজিজ মার্কেট এবং এর পাশের ২০টি ফার্মেসিতে অভিযান চালিয়ে ভেজাল ও মেয়াদোউত্তীর্ণ ওষুধ বিক্রি-মজুদের দায়ে জরিমানা করা হয়েছে।

এ সময় বিপুল পরিমাণ ওষুধ জব্দ করে তা নষ্ট করে ফেলা হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৪
এনএইচএফ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।