ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

সাভারে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
সাভারে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): সাভারে উপজেলা প্রশাসনের উদ্যোগে সুষ্ঠু ও সুন্দরভাবে শারদীয় দুর্গোৎসব আয়োজনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সাভার উপজেলা অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।



আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে আয়োজনের লক্ষ্যে  উপজেলা ও পুলিশ প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে সভায় জানানো হয়।

সম্প্রতি ঢাকা ও রংপুরে দুই বিদেশি নাগরিক হত্যার বিষয়টি মাথায় নিয়ে এবার সাভারে কঠোর নিরাপত্তা থাকবে বলে জানিয়েছে পুলিশ।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান।
 
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্লা বলেন, এ বছর সাভার ও আশুলিয়ায় ১৯৪টি সার্বজনীন পূজামণ্ডপ রয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও পুলিশ ও আনসার সদস্যদের দিয়ে পূজামণ্ডপ স্থলে নিরাপত্তা দেওয়া হবে।

উপজেলা নিবার্হী কমকতা কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে মতবিনিময় সভায় পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন, স্থানীয় রাজনীতিবিদ ও হিন্দু ধর্মাবলম্বী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
এসএনএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।