রাজশাহী: দেশের বিভিন্ন স্থানের মতো বিভাগীয় শহর রাজশাহীতেও ৪৬তম বিশ্ব মান দিবস উদযাপিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশনের (বিএসটিআই) উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।
বিশ্ব মান দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ‘বিশ্বব্যাপী সার্বজনীন ভাষা-মান’। দিবসটি উপলক্ষে মহানগরীর একটি রেস্তরাঁয় আলোচনা সভার আয়োজন করা হয়।
বিএসটিআই’র পরিচালক এবিএম মর্ত্তজা হোসেন শাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মো. আবদুস সোবহান, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক সেকান্দার আলী। সভায় বিএসটিআই’র উপপরিচালক (সিএম) প্রকৌশলী নূরুল ইসলাম মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, প্রতীকের মাধ্যমে পণ্যের ব্যবহারকে সহজবোধ্য করা সম্ভব। প্রতীকের বিষয়ে একই মান অনুসরণ অর্থাৎ প্রতীকের বিভিন্নতা পরিহার করা গেলে ব্যাপক জনগোষ্ঠীর কাছে তা গ্রহণযোগ্য করে তোলা যায়।
তিনি বলেন, আদর্শ প্রতীক ব্যবহারে জনগণকে উৎসাহিত করতে হবে। এ সময় প্রতীক গ্রহণের পাশাপশি পণ্যের মান নিশ্চিতকরণের ওপরও জোর দেন তিনি।
বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
এসএস/আইএ