বান্দরবান: বান্দরবানের লামা উপজেলায় পিকআপ ভ্যান খাদে পড়ে আবু হান্নান (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ছয়জন।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার আজিজনগর ইউনিয়নের গজালিয়া-আজিজনগর সড়কের সিপাহি আবদুর রাজ্জাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।
লাকড়ি ব্যবসায়ী আবু হান্নান একই ইউনিয়নের মুসলিম পাড়ার বাসিন্দা।
আহতদের মধ্যে মো. শাহজাহান (৬০) ও বাবলুর (২২) নাম জানা গেছে। তাদের বাড়ি আজিজনগরের সোলায়মান পাড়ায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আজিজনগরের বাছুরী পাডা এলাকা থেকে পিকআপ ভ্যানে লাকড়ি নিয়ে আজিজনগর বাজারে যাচ্ছিলেন আবু হান্নান। পথে ওই বিদ্যালয়ের কাছে আসার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি রাস্তার পাশের প্রায় ৩শ’ ফুট গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান আবু হান্নান। এসময় গাড়িতে থাকা আরো ছয়জন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
এসআই