ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

সাভারে গার্মেন্ট কর্মীর লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
সাভারে গার্মেন্ট কর্মীর লাশ উদ্ধার

সাভার (ঢাকা): সাভারে গার্মেন্ট কর্মী গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।

বুধবার(১৪ অক্টোবর) তেঁতুলঝোড়া ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর গ্রামের লাল মিয়ার বাড়িতে এ  ঘটনা ঘটে।



সাথী আক্তার (১৭) নামে ওই গার্মেন্ট কর্মীর জামালপুর জেলার মাদারগঞ্জ থানার হাফিজুর রহমানের স্ত্রী। সাভারের হেমায়েতপুরে যমুনা গার্মেন্ট কারখানায় কর্মরত ছিল সাথী।

সাভার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. কামরুজ্জামান জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় সাভার থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান এএসআই কামরুজ্জামান।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
এইচএন/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।