ঢাকা: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, টেকসই প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হলো প্রযুক্তি।
‘সিবোস ২০১৫ সিঙ্গাপুর’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে ‘টেকনোলজি অ্যাজ এ গেম চেঞ্জিং ড্রাইভার অব সাসটেইনেবল গ্রোথ: সাম রিফ্লেকশনস ফ্রম বাংলাদেশ’ শীর্ষক বক্তব্যে আতিউর রহমান একথা বলেন।
বুধবার (১৪ অক্টোবর) সিঙ্গাপুরের হোটেল ম্যারিনা বে সেন্ডস-এ সেমিনারটি অনুষ্ঠিত হয়।
গর্ভনর বলেন, স্বাধীনতার পর বাংলাদেশ ছিল স্বল্প প্রবৃদ্ধি ও আয়ের কৃষিপ্রধান দেশ। স্বাধীনতার পর থেকে অর্থনীতিতে আমূল পরিবর্তন এসেছে। বিশ্বের অন্যতম প্রধান তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হয়েছে বাংলাদেশ। বৈশ্বিক মন্দা সত্ত্বেও গত এক যুগ ধরে বাংলাদেশ গড়ে ৬ শতাংশের ওপর প্রবৃদ্ধি অর্জন করে চলেছে।
তিনি আরও বলেন, মূল্যস্ফীতিও দীর্ঘদিন ধরে নিম্নমাত্রায় স্থিতিশীল রয়েছে। রাজস্ব ঘাটতিও কম। ঊর্ধ্বমুখী রপ্তানি আয়, প্রবাসী রেমিট্যান্স ও অন্তর্মুখী মূলধন প্রবাহের কারণে ডলারের বিপরীতে টাকার মান আশেপাশের দেশ ও অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় শক্তিশালী ও স্থিতিশীল রয়েছে।
গর্ভনর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের কেন্দ্রীয় ব্যাংকারদের অংশগ্রহণে সিবোস গোলটেবিল বৈঠকে ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন; দি জার্নি অব বাংলাদেশ’ শীর্ষক একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন।
আতিউর রহমান সিবোস গেম চেঞ্জার সেশনে ‘ব্যালান্সিং মানিটারি পলিসি উইথ ডেভেলপমেন্ট’ এবং ‘টেকনোলজি অ্যান্ড সাসটেইন্যাবল গ্রোথ’ শীর্ষক দুটি বিষয়ে সাক্ষাৎকার পর্বে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, অক্টোবর: ১৪, ২০১৫।
এসই/এমজেএফ