ঢাকা: বিকাশ এজেন্টের নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে দুই যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (অক্টোবর ১৪) বিকেলে নূরজাহান রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক যুবকরা হলেন- নাহিদ হাসান (১৯) ও উৎপল মিয়া (১৮)।
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল হাসান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বিকাশ এজেন্টের নাম ব্যবহার করে প্রতারণার সময় স্থানীয়রা হাতেনাতে দুই যুবকে আটক করে পুলিশে জানায়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকদের আটক করে থানায় নিয়ে আসে। তাদের বর্তমানে মোহাম্মদপুর থানা হেফাজতে রাখা হয়েছে বলেও জানান এসআই।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
এনএ/জেডএস