ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

নার্সদের ওপর হামলা

শেবাচিম’র নার্সদের একঘণ্টা কর্মবিরতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
শেবাচিম’র নার্সদের একঘণ্টা কর্মবিরতি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে রোগীর স্বজনদের হামলায় চার সেবক-সেবিকা (নার্স) আহত হওয়ার ঘটনায় এক ঘণ্টার কর্মবিরতি পালন করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বেলা ৫টা থেকে ৬টা পর্যন্ত হাসপাতালটির বিক্ষুব্ধ নার্সরা এ কর্মবিরতি পালন করেন।



বরিশাল কোতোয়ালি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আনোয়ার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রোগীর স্বজনদের নার্সদের ওপর হামলার ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা একঘণ্টা পর কর্মবিরতি তুলে নেন।

হামলার ঘটনার প্রতিবাদে বেলা ৫টায় নার্সরা কর্মবিরতি ঘোষণা করে হাসপাতালটির জরুরি বিভাগের সামনে বিক্ষোভ-মিছিল শুরু করেন। এ সময় জরুরি বিভাগে রোগী ভর্তি বন্ধ থাকে।

এর আগে বুধবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে হাসপাতালটির চতুর্থ তলার দুই নম্বর সার্জারি ইউনিটে রোগীর ছাড়পত্র দেওয়াকে কেন্দ্র করে স্বজনদের হামলায় চার সেবক-সেবিকা (নার্স) আহত হন।

এ সময় জসিম উদ্দিন নামে এক হাসপাতাল সেবকের (নার্স) মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ওই হাসপাতালেই চিকিৎসা দেওয়া হয়। আহত অন্য নার্সদের প্রাথমিকভাবে নাম জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৪
টিআই

** বরিশালে রোগীর স্বজনদের হামলায় ৪ নার্স আহত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।