ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে ওষুধ ফার্মেসির জরিমানা, হারবাল সেন্টার সিলগালা

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
টঙ্গীতে ওষুধ ফার্মেসির জরিমানা, হারবাল সেন্টার সিলগালা

গাজীপুর: ড্রাগ লাইসেন্স না থাকা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং খাবার রাখার দায়ে গাজীপুরের টঙ্গী এলাকায় কয়েকটি ফার্মেসি ও ফার্স্ট ফুড মালিককে জরিমানা করা হয়েছে। এ সময় একটি হারবাল সেন্টারও সিলগালা করেছেন ভ্রামমাণ আদালত।



বুধবার (১৪ অক্টোবর) গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা যায়, টঙ্গী বাজার এলাকায় ভ্রামমাণ আদালত অভিযান পরিচালনা করে। এ সময় ওষুধ আইন ১৯৪০ এবং ভোক্তা অধিকার আইন ২০০৯’র সংশ্লিষ্ট ধারায় ৬টি ওষুধ ফার্মেসি ও ৩টি ফার্স্ট ফুডের দোকানে ২ লাখ ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া সিলগালা করা হয়েছে স্থানীয় জার্মান হারবাল সেন্টার। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৪
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।