রাজবাড়ী: স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক-মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরী) এমপিওভূক্তির দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা।
বুধবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনের প্রধান সড়কে সংগঠনের জেলা শাখার উদ্যোগে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালিন বক্তব্য রাখেন-নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাহ মো. রাশিদুল ইসলাম তপন, জেলা কমিটির সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সম্পাদক রোকনুজ্জামান, শিক্ষক নেতা আরিফা বেগম, শামসুল আলম, মো. আব্দুল আলিম ও কামরুজ্জামান মাহফুজ।
জেলার শত শত শিক্ষক-শিক্ষিকা এতে অংশগ্রহণ করেন। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
আরএ