ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

বোয়ালমারী প্রেসক্লাব

আমিরুল সভাপতি, আনোয়ার সম্পাদক নির্বাচিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
আমিরুল সভাপতি, আনোয়ার সম্পাদক নির্বাচিত

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী প্রেসক্লাবের নির্বাহী কমিটির বার্ষিক নির্বাচনে মো. আমিরুল ইসলাম চৌধুরী সভাপতি ও মো. আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

বুধবার (১৪ অক্টোবর) সকাল দশটা থেকে বেলা দুইটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।



নির্বাচনে কোষাধ্যক্ষ পদে একেএম রেজাউল করিম, প্রচার সম্পাদক পদে এরশাদ সাগর এবং নির্বাহী সদস্য পদে কবি নাজমুল হক নজীর, রাসেল আহমেদ ও মো. মনিরুল ইসলাম নির্বাচিত হন।

এছাড়া সহ সভাপতি পদে কাজী হাসান ফিরোজ ও দফতর সম্পাদক পদে জাকির হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান বোয়ালমারী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি নির্বাচন-২০১৫ এর নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।