ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে চারদিনের জাতীয় সংগীত প্রশিক্ষণ কর্মশালা শেষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
গোপালগঞ্জে চারদিনের জাতীয় সংগীত প্রশিক্ষণ কর্মশালা শেষ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: সঠিকভাবে জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে চার দিনব্যাপী জেলা পর্যায়ের জাতীয় সংগীত প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।

উপজেলা শিক্ষা অফিসের সহাযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি এ কর্মশালার আয়োজন করে।



বুধবার (১৪ অক্টোবর) দুপুরে শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে আয়োজিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সচিব বেগম আকতারী মমতাজ।

এসময় অনেকের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো. মমিনুর রহমান ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খন্দকার এহিয়া খালেদ সাদী উপস্থিত ছিলেন।

চার দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় জেলার ২৬৮ প্রথামিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় দুই হাজার শিক্ষক-শিক্ষার্থীদের সঠিকভাবে জাতীয় সংগীত পরিবেশনের প্রশিক্ষণ দেন অনীল বিশ্বাস, শাহনেওয়া রেজা এ্যানী ও নিপর্ণা বিশ্বাস।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।