সাতক্ষীরা: মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সাতক্ষীরার সুন্দরবন টেক্সটাইল মিলসের শ্রমিকরা।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে মিল চত্বরেই এই কর্মসূচি পালন করেন তারা।
পরে মিলগেটে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে সাবেক সিবিএ সভাপতি আবদুল্লাহ সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন-সিবিএর সাবেক সাধারণ সম্পাদক শেখ হারুনার রশীদ, মো. আবুল হোসেন, মো. তৌহিদুজ্জামান তোতা, এনামুজ্জামান নিপ্পন, দাউদ গাজি, মুক্তিযোদ্ধা আবদুল মাজেদ, রোকসোনা খাতুন প্রমুখ।
শ্রমিকরা জানান, দৈনিক মজুরি ভিত্তিতে তারা আট ঘণ্টা শ্রম দিয়ে মাত্র ১২০ টাকা পান। বর্তমানে এই টাকা দিয়ে কোনোভাবেই সংসার নির্বাহ করা সম্ভব নয়। তাই সর্বনিম্ন মজুরি ২০০ টাকা ও লাইনম্যানদের ষষ্ঠ গ্রেডের সমান মজুরি দেওয়ার দাবি জানান তারা।
শ্রমিকরা আরও জানান, নতুন পে-স্কেল অনুমোদন দেওয়া হয়েছে। অথচ মিল কর্তৃপক্ষ শ্রমিকদের মজুরি বাড়ানোর ব্যাপারে অনাগ্রহী। আগামী ৩০ নভেম্বরের মধ্যে মজুরি বৃদ্ধি না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুশিয়ারি দেন শ্রমিকরা।
পরে শ্রমিকরা মিলের ব্যবস্থাপনা পরিচালক বরাবর একটি স্মারকলিপি পেশ করেন। এসব কর্মসূচিতে চার শতাধিক শ্রমিক অংশ নেয়।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
আরএ