ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের উদ্যোগে মাদক বিরোধী র‌্যালি-সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের উদ্যোগে মাদক বিরোধী র‌্যালি-সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: মাদকের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হওয়ার ঘোষণা দিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
 
বুধবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরের জাতীয় বীর আব্দুল কুদ্দুছ মাখন পৌর মুক্তমঞ্চে জেলা পুলিশ আয়োজিত মাদক বিরোধী র‌্যালি পরবর্তী সমাবেশে স্বাগত বক্তব্যে এ ঘোষণা দেন।



এর আগে শহরের লোকনাথ দিঘীর পাড় থেকে বর্ণাঢ্য একটি বের করা হয়।

'মাদককে না বলো, মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলো' –এই স্লোগান নিয়ে বের করা র‌্যালিতে জেলার বিভিন্ন রাজনৈতিক সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গ্রাম পুলিশসহ ৩০টি সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের অন্তত দুই সহস্রাধিক মানুষ অংশ নেয়।

র‌্যালিটির নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য র আ মম উবায়দুল মোকতাদির চৌধুরী। সমাবেশ শুরুর আগে মাদক ছেড়ে দেওয়া ১৫ জন যুবককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সমাবেশের প্রধান অতিথি উবায়দুল মোকতাদির চৌধুরী।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সব ধর্মের পবিত্র গ্রন্থেই মাদককে নিষেধ/হারাম করা হয়েছে। তিনি সব ধরনের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতে বদ্ধ পরিকর বলে ঘোষণা দিয়ে বলেন, পুলিশ-বিজিবি, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ নির্বাচিত সব জনপ্রতিনিধিদেরও মাদকের বিরুদ্ধে কথা বলার দায়িত্ব রয়েছে। এই দায়িত্ব তাদের পালন করতে হবে। এক্ষেত্রে কোনো ছাড় নয়।

ছাত্রলীগের উদ্দেশে তিনি বলেন, এই মাদকের বিরুদ্ধে দাঁড়ানোর কথা তো ছাত্রলীগের, পুলিশকে কেন এর বিরুদ্ধে দাঁড়াতে হলো।

তিনি আরো বলেন, আমরা অনেকেই ধর্মের জন্য জীবন দিতে রাজি অথচ যেই দ্রব্যটা আমাদের সমাজকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে তার বিরুদ্ধে কথা বলিনা। এভাবে চুপ থাকলে সর্বনাশা মাদক আমাদের জন্য দুর্যোগে পরিণত হবে।

মাদকের বিরুদ্ধে পুলিশের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে কঠোরভাবে না দাঁড়ালে আমরা জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না।

স্বাগত বক্তব্য দেওয়ার সময় পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, মাদক সেবনকারিরা শুধু মাদক খায় কিন্তু মাদক আমাদের পুরো জাতিকে খেয়ে ফেলছে।
 
তিনি বলেন, মাদকের ভয়াল ছোবল থেকে স্কুল-কলেজের কোমলমতি শিক্ষার্থীসহ তরুণ প্রজন্মকে বাঁচাতে হলে স্বাধীনতা যুদ্ধের মতো প্রতিটি সমাজে, পরিবারে আরেকটি প্রতিরোধ যুদ্ধ গড়ে তুলতে হবে। নইলে এই সর্বনাশা আগ্রাসন থেকে রক্ষা পাওয়া যাবে না।

সমাবেশে পুলিশ সুপার জানালেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে পাচার হওয়া মাদকের মাত্র ১০ ভাগ ধরা পড়ছে। বাকি ৯০ ভাগই দেশের অভ্যন্তরে ঢুকে আমাদের বিষাক্ত ছোবল দিচ্ছে।

পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ও সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসন, বিজিবির ১২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নজরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা।

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-জেলার অতিরিক্ত পুলিশ সুপার এমএ মাসুদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হারুন অর রশিদ, জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডা. আবু সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।