ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে হোমিও চিকিৎসকদের সেমিনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
রাজশাহীতে হোমিও চিকিৎসকদের সেমিনার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীতে হোমিও চিকিৎসকদের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ডিপলেড ফার্মাকো লিমিটেডের আয়োজনে বুধবার (১৪ অক্টোবর) বিকেলে মহানগরীর একটি রেস্তোরাঁয় চিকিৎসা বিষয়ক এ সেমিনার অনুষ্ঠিত হয়।



সেমিনারে কোম্পানির পরিচিতি ও জনগণের স্বাস্থ্য সেবায় বিকল্প চিকিৎসা পদ্ধতির ওষুধের (হোমিও, ইউনানী, হারবাল) অবদান নিয়ে আলোচনা করা হয়।

এছাড়া বিদেশি ওষুধ নির্ভরতা কমিয়ে দেশি ওষুধ ব্যবহারের প্রতি গুরুত্বারোপ করা হয়। এতে প্রায় ৩০০ জন হোমিও চিকিৎসক অংশগ্রহণ করেন।

সেমিনারে ডিপলেড ফার্মাকোর হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং এইচএম সাইফুল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন কোম্পানির অ্যাডভাইজার আওলাদ হোসেন, সেকশন অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন, ডা. মহিদুল ইসলাম, ডিএসএম হুমায়ূন কবির।

অনুষ্ঠান পরিচালনায় করেন সিনিয়র অফিসার সজিব আহমেদ।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।