গাজীপুর: মহাসড়কে এখনও অবৈধ যানবাহনে যানজট হচ্ছে মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গাজীপুরের সালনা এলাকায় পুরনো মাইক্রোবাস কেটে এসব অবৈধ যানবাহন (লেগুনা) তৈরি হচ্ছে।
তিনি বলেন, ১২-১৪ বছরের বাচ্চারা এসব গাড়ি চালাচ্ছে।
এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে এসব গাড়ি তৈরি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন মন্ত্রী।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
এ সময় অন্যদের মধ্যে গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম, গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, শ্রমিক নেতা সুলতান উদ্দিন আহমেদ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, মহাসড়কে যদি পুরনো গাড়ি, ট্রাক, অবৈধ লেগুনা, অটোরিকশা দখল করে থাকে, তবে মহাসড়ক ফোরলেন করে লাভ কি? সরকার কোটি কোটি টাকা খরচ করে এসব লেন বাড়িয়ে লাভ কি? যদি এর সুবিধা জনগণ না পায়, বৈধ গাড়ি না পায়?
এ সময় মন্ত্রী চান্দনা-চৌরাস্তা এলাকায় মহাসড়কের ওপর ভাসমান দোকানপাট উচ্ছেদেরও নির্দেশ দেন।
বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
আরএস/জেডএস