যশোর: জেলার সদর উপজেলার ঘুরুলিয়া গ্রামে শুকুর আলী (৪৪) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) ঘুরুলিয়া গ্রামে মরদেহটি উদ্ধার করা হয়।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাস আলী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার (১৩ অক্টোবর) দিনগত রাতের কোনো এক সময় শুকুর আলীর রহস্যজনক মৃত্যু হয়। বিষয়টি গোপন রাখেন তার স্ত্রী শাহিনা। বুধবার (১৪ অক্টোবর) সকালে প্রতিবেশী এক যুবক জানালা দিয়ে ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়দের জানান। পরে স্থানীয়রা বিষয়টি থানায় জানালে পুলিশ এসে শুকুর আলীর মরদেহ উদ্ধার করে।
এদিকে, নিহতের পরিবারের অভিযোগ, শুকুর আলীকে তার স্ত্রী শাহিনা হত্যা করেছে।
বুধবার দুপুরে নিহতের মরদেহ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। বিষটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি শিকদার আক্কাস আলী।
বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
টিআই