রাঙামাটি: রাঙামাটিতে গ্রেফতাকৃত আরাকান আর্মির শীর্ষ নেতা ডা. রেনিন সু’র পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাবরিনা আলমের আদালতে হাজির করে তাকে দশদিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত তিনটার দিকে অভিযান চালিয়ে রাঙামাটির রাজস্থলী উপজেলার ইসলামপুর এলাকা থেকে আরাকান আর্মির শীর্ষ নেতা ডা.রেনিন সু’কে গ্রেফতার করে যৌথবাহিনী।
রাঙামাটির পুলিশ সুপার (এসপি) মো. সাঈদ তারিকুল হাসান বাংলানিউজকে তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
টিআই/এএসআর
** আরাকান আর্মির শীর্ষ নেতা গ্রেফতার