ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

এমপি লিটনকে গ্রেফতারে স্পিকারের অনুমতির প্রয়োজন নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
এমপি লিটনকে গ্রেফতারে স্পিকারের অনুমতির প্রয়োজন নেই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এমপি লিটনকে গ্রেফতার করতে জাতীয় সংসদের স্পিকারের অনুমতির প্রয়োজন নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় মিরপুরে ইনডোর স্টেডিয়ামে পপুলার লাইফ ইন্সুরেন্সের ১৫তম আন্তঃজেলা ভলিবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান মন্ত্রী।


 
তিনি বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। আইন অনুযায়ী তার (এমপি লিটনের) ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইন যেটা বলবে সেটাই হবে।
 
এমপি লিটনকে গ্রেফতার করতে স্পিকারের কোনো অনুমতির প্রয়োজন রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এগুলোর কোনো প্রয়োজন নেই।

গত ২ অক্টোবর ভোরে সুন্দরগঞ্জ উপজেলার দহবন্ধ ইউনিয়নের গোপালচরণ এলাকায় এমপি লিটনের ছোড়া গুলিতে দুই পায়ে গুলিবিদ্ধ হয় গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শাহাদাত হোসেন সৌরভ (৮)। শিশুটি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
 
পরদিন আহত শিশু সৌরভের বাবা এমপি লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫/আপডেট: ২১১৪ ঘণ্টা
এনএইচএফ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।