ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

রাধারমণ দত্তের মৃত্যু শতবার্ষির্কী

সুনামগঞ্জে জেলা প্রশাসনের সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
সুনামগঞ্জে জেলা প্রশাসনের সংবাদ সম্মেলন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সুনামগঞ্জ: মরমি কবি রাধারমণ দত্তের মৃত্যু শতবার্ষিকী উদযাপনে  সুনামগঞ্জ জেলা প্রশাসন সংবাদ সম্মেলন করেছে।

বুধবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।



সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, রাধারমণ দত্তের মৃত্যু শতবার্ষিকী উপলক্ষে ৮ থেকে ১০ নভেম্বর সুনামগঞ্জে তিন দিনব্যাপী বর্ণাঢ্য উৎসবের আয়োজন করা হচ্ছে।

সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, ৮ নভেম্বর বিকেল সাড়ে তিনটায় রাধারমণ দত্তের জন্মস্থান জেলার জগন্নাথপুর উপজেলায় এ উৎসবের উদ্বোধন করা হবে। পরের দুইদিন উৎসব হবে সুনামগঞ্জ পৌর শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে।

তিনি বলেন, তিনদিনের উৎসবে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ডাক টিকিট ও স্মারক গ্রন্থ প্রকাশ, মরমি শিল্পীদের ভাস্কর্য় উন্মোচন, সিডি ও ডকুমেন্টরি তৈরি হবে। প্রতিদিন বিকেল সাড়ে তিনটা থেকে রাত ১০টা পর্যন্ত উৎসব চলবে।

উৎসবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, গবেষক মোহাম্মদ আলী খান, মোহাম্মদ সাদিক, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী প্রমুখ উপস্থিত থাকার কথা রয়েছে।

সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশ্বজিৎ চৌধুরী, কিরণ চন্দ্র রায়, চন্দনা মজুমদার, আশিক, কলকাতার সংগীতদল দোহার ও জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।

সংবাদ সম্মেলনের অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) দেবজিৎ সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য, প্রযুক্তি) ড. আহমেদ উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. লুৎফুর রহমান, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুল আবেদীন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।