ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় তিনজনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় তিনজনকে জরিমানা

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে তিনজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
 
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হামিদ রেজা এ জরিমানা করেন।



অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন-ঠাকুরগাঁও সদর উপজেলার খড়িবাড়ি গ্রামের আমিনুল ইসলামের ছেলে আকাশ (১৫) এবং তার দুই বন্ধু সাকিব (১৮) ও রনি রায় (১৮)।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে স্কুলে যাতায়াতের পথে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন আকাশ, সাকিব ও রনি। সম্প্রতি মেয়েটি এ কথা তার অভিভাবক ও শিক্ষকদের জানালে তারা থানায় অভিযোগ করেন। এর ভিত্তিতে বুধবার সকালে ওই তিনজনকে আটক করে পুলিশ।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক আকাশকে পাঁচ হাজার ও অপর দু’জনকে এক হাজার টাকা করে জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
এএটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।