বরিশাল: বরিশাল জেলার মুলাদি উপজেলার দক্ষিণ-পূর্ব কাজিরচরের একটি মাঠ থেকে আবদুস ছাত্তার হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বুধবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
আবদুস ছাত্তার ওই একই এলাকার বাসিন্দা।
মুলাদি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক বলেন, বিকেলে ওই মাঠে মৃতদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয় লোকজন। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরো জানান, ওই বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন ছিলেন।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
এসআই