ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

বাহরাইনে প্রাইভেটকার চাপায় বাংলাদেশি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
বাহরাইনে প্রাইভেটকার চাপায় বাংলাদেশি নিহত

ব্রাহ্মণবাড়িয়া: বাহরাইনে প্রাইভেটকারের চাপায় আরজু মিয়া (৫০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
 
নিহত আরজুর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার আরিফাইল গ্রামে।

তার ছেলে ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যার দিকে তার বাবা বাহরাইনের আল দারাজ এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার বাবার এক সহকর্মী ফোনে এ দুর্ঘটনার খবর জানিয়েছেন।

ফারুক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তার বাবার মৃতদেহ দ্রুত দেশে আনার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।
 
তিন সন্তানের জনক আরজু মিয়ার মৃত্যুর খবরে বাড়িতে চলছে শোকের মাতম।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।