সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় মাদক সেবনের দায়ে শাফি (৩০) নামে এক যুবককে দুই মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রত্যয় হাসান এ আদেশ দেন।
শাফি উপজেলার নারচী ইউনিয়নের চর হরিণা গ্রামের কায়েম উদ্দিনের ছেলে।
সারিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান বাংলানিউজকে জানান, দুপুরে চর হরিণা গ্রাম থেকে মাদক সেবনরত অবস্থায় শাফিকে আটক করা হয়। বিকেলে শাফিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাকে দুই মাসের কারাদণ্ডাদেশ দেন।
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
এসআই