ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

অন্তঃসত্ত্বা মাকে কুপিয়ে হত্যা করলো ছেলে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
অন্তঃসত্ত্বা মাকে কুপিয়ে হত্যা করলো ছেলে

ঢাকা: তীব্র ক্ষোভ প্রকাশের মধ্য দিয়ে বাবার দ্বিতীয় বিয়ে মেনে নিলেও সৎ মা’র সন্তান যেন না হয় এই দাবি ছিল ছেলে রবিউলের। কিন্তু মা আট মাসের অন্তঃসত্ত্বা, বিষয়টি জানতে পেরে তাকে কুপিয়ে হত্যা করলো সে।



রাজধানীর অদূরে কামরাঙ্গীর চরের হুজুরপাড়া এলাকার একটি বাড়িতে ছেলে রবিউলের (১৮) হাতে সৎ মা বিলকিস (২৭) খুন হয়েছেন। নিহত বিলকিস মো. জসিম হাজারির দ্বিতীয় স্ত্রী।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত রবিউলকে আটক করেছে পুলিশ।

কামরাঙ্গীর চর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহসীন আলম বাংলানিউজকে জানান, সন্ধ্যা সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে এ ঘটনা ঘটেছে।

তিনি পরিবারের বরাত দিয়ে জানান, প্রথম সংসারে রবিউল তার ভাই-বোন, মা-বাবাকে নিয়ে পাশের এলাকা আলীনগরে থাকেন। বেশ কিছু দিন আগে তারা জানতে পারেন বাবা জসিম হাজারি দ্বিতীয় বিয়ে করেছেন। এরপর রবিউল তার বাবার ওপর ক্ষোভ প্রকাশ করেন। বলেন- বিয়ে হয়েছে ঠিক আছে, তবে সন্তান যেন না হয়। প্রথম ঘরে দুই ছেলে ও এক মেয়ে আছে, শুধু তারাই সন্তান হিসেবে থাকবে। আর সন্তান হবে না এমন হুমকিও দেন রবিউল।

ওসি আরও জানান, তবে দ্বিতীয় স্ত্রী অন্তঃসত্ত্বা, এ কথা শুনে রবিউল আরও ক্ষেপে যান এবং হুজুরপাড়ার বাসায় গিয়ে ধারালো অস্ত্র দিয়ে মাকে কুপিয়ে হত্যা করেন। এতে গলা থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে বিলকিস মারা গেছেন বলেও জানিয়েছেন শেখ মোহসীন আলম।

বর্তমানে মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল (মিডফোর্ড) কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৪
এজেডএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।