ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

৩ বছর পর ভারত থেকে ফিরলেন ৪ তরুণী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
৩ বছর পর ভারত থেকে ফিরলেন ৪ তরুণী

বেনাপোল (যশোর): ভালো চাকরির প্রলোভনে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচার হওয়া চার বাংলাদেশি তরুণীকে তিন বছর পর নিজ দেশে পাঠিয়েছে ভারত সরকার।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ওই চার তরুণীকে বাংলাদেশের পুলিশের কাছে হস্তান্তর করে।



বেনাপোল ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তরুণীদের পোর্ট থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। সেখান থেকে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির যশোর শাখার কর্মকর্তারা তরুণীদের নিজ নিজ পরিবারে পাঠানোর দায়িত্ব নিয়েছেন।

দেশে ফেরত আসা তরুণীরা হলেন-মাগুরার সবুর শেখের মেয়ে মনিকা খাতুন (১৭), ময়মনসিংহের আওলাদ হোসেন তালুকদারের মেয়ে সুমনা আক্তার (২০),যশোরের আযহারুল মোল্লার মেয়ে রেশমা (১৮) ও গাইবান্ধার আক্তার হোসেনের মেয়ে ফরিদা খাতুন (১৯)।

বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির যশোর শাখার এরিয়া ম্যানেজার এ বি এম মুহিত হোসেন জানান, তিন বছর আগে দালাল চক্র এসব তরুণীদের ভালো চাকরির প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন সীমান্ত পথে ভারতে নিয়ে যায়। পরে প্রতিশ্রুতি ভঙ্গ করে তাদের ফেলে পালিয়ে যায় দালাল চক্রের সদস্যরা।

এ সময় পুলিশ অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করে আদালতে পাঠায়। সেখান থেকে কলকাতার ‘সংলাপ’ নামে একটি এনজিও তাদের ছাড়িয়ে নিজেদের হেফাজতে রাখে।

পরবর্তীতে এনজিওটি তরুণীদের নাম, ঠিকানা সংগ্রহ করে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঠিকানা যাচায়ের পর ট্রাভেল পারমিট দিয়ে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে বাংলাদেশ ফেরত পাঠায়।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।