ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

ফেনীতে ১০ হাজার ফুট অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
ফেনীতে ১০ হাজার ফুট অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের ১০ হাজার ফুট অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারকারী ১২২ জনের কাছ থেকে তিন লাখ পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।


 
বুধবার (১৪ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফেনী সদর উপজেলার উত্তর গোবিন্দপুর ও কাতালিয়া গ্রামে এ অভিযান চলে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি কে এম এনামুল হক এবং বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ফেনীর ব্যবস্থাপক আবদুল কাদের।

আবদুল কাদের বাংলানিউজকে জানান, এক শ্রেণির অসাধু ঠিকাদার কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে রাতের আঁধারে জনগণের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে গ্যাস সংযোগ দেয়। এতে রাজস্ব হারাচ্ছে সরকার। এছাড়া অবৈধ লাইন ও ফিটিংসগুলো নিম্নমানের হওয়ায় এগুলো ঝুঁকিপূর্ণ। যে কোনা মুহূর্তে ঘটতে পারতো ভয়াবহ দুর্ঘটনা।
 
আহমেদ করিম পাটোয়ারী নামে এক অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারকারী বাংলানিউজকে জানান, শিমুল নামে এক ঠিকাদার গ্রামের প্রভাবশালী আমির হোসেনের যোগসাজশে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ডিমান্ড নোট নকল করে প্রতি পরিবারের কাছ থেকে এক লাখ টাকা করে মোট দেড় কোটি টাকা নিয়ে এসব সংযোগ দিয়েছিলেন। অসাধু ঠিকাদারের খপ্পরে পড়ে এখন তাদের টাকাও গেলো, গ্যাস সংযোগও গেলো।

এসব অসাধু ব্যক্তিদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন গ্যাস সংযোগ ব্যবহারকারীরা।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।