ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
পিরোজপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পিরোজপুর: পিরোজপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় বিদ্যালয় মিলনায়তনে এসএসসি-২০১৫’র জিপিএ-৫ প্রাপ্ত এবং জুনিয়র ও সমাপনী পরীক্ষা-২০১৪’র বৃত্তি প্রাপ্তদের এ সংবর্ধনা দেওয়া হয়।



অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য এ কে এম এ আউয়াল।

পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নাজমা আরা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন-জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক লায়লা ইরাদ, জেলা শিক্ষা কর্মকর্তা আলাউদ্দিন আল আজাদ।

অনুষ্ঠানে এসএসসি-২০১৫’র জিপিএ-৫ প্রাপ্ত ৩৮ শিক্ষার্থী, জেএসসি-২০১৪’র ১৪ ও সমাপনী পরীক্ষা-২০১৪’র ১৩ শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
এএটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।