ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে সুন্দরবন রক্ষা অভিযানের সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
ফরিদপুরে সুন্দরবন রক্ষা অভিযানের সমাবেশ

ফরিদপুর: দেশি-বিদেশি লুটেরাদের কবল থেকে সুন্দরবন বাঁচাতে এগিয়ে আসার আহ্বানের মধ্যদিয়ে ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে সুন্দরবন রক্ষা অভিযানের সমাবেশ।
 
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে ফরিদপুরের আলীপুর মোড় এলাকায় অনুষ্ঠিত এ সমাবেশে Ÿক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় উপদেষ্টা মঞ্জুরুল আহসান খান ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ভূইয়া।



সমাবেশে রামপাল বিদ্যুৎকেন্দ্রসহ সুন্দরবন বিধ্বংসী সব প্রকল্প বাতিল করে দেশি-বিদেশি লুটেরাদের কবল থেকে সুন্দরবন রক্ষা করার আহ্বান জানানো হয়।

এসময় সিপিবির উপদেষ্টা মঞ্জুরুল আহসান খান বলেন, সিপিবি সব সময় দেশের স্বার্থে কথা বলে এবং মানুষের অধিকারের পক্ষে সংগ্রাম করে। সরকার সুন্দরবনের মাত্র ১০ কিলোমিটারের মধ্যে যে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে তা আত্মঘাতী। সরকারকে অবশ্যই এ আত্মঘাতী সিদ্ধান্ত থেকে বের হয়ে আসতে হবে।

খালেকুজ্জামান ভূইয়া বলেন, দেশে দু’ধরনের ক্ষমতার রাজনীতি চলছে। একজন যেনতেনভাবে ক্ষমতায় থাকতে চাচ্ছেন, আরেকজন যেনতেন উপায়ে ক্ষমতায় যেতে চাচ্ছেন।

তিনি বলেন, আমরা আন্দোলন করে অতীতে অনেক হটকারি সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতে বাধ্য করেছি, এবারও সরকারকে সুন্দরবন রক্ষার স্বার্থে এ হটকারি সিদ্ধান্ত থেকে বিরত রাখতে বাধ্য করবো।

জেলা সিপিবির সভাপতি কানাইলাল গাঙ্গুলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, সিপিবি ও বাসদের কেন্দ্রীয় নেতা রাজুকুজ্জামান, রুহিন হোসেন, রফিকুজ্জামান প্রমুখ।

গত ১৩ অক্টোবর বিকেলে জাতীয় প্রেসক্লাব থেকে সুন্দরবন রক্ষা অভিযাত্রা শুরু হয়। আগামী শনিবার (১৭ অক্টোবর) বাগেরহাটের কাটাখালিতে গিয়ে এ অনুষ্ঠান শেষ হবে।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।