গাইবান্ধা: উপজেলায় মা-মেয়েকে পরিকল্পিতভাবে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে গ্রেফতারকৃত স্বামী আশরাফুল ইসলাম (৪৫) ও তার দ্বিতীয় স্ত্রী মমিনা বেগমের (৩০) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৪ অক্টোবর) রাতে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার বিকেলে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ময়নুল হাসান ইউসুফের আদালতে হাজির করে তাদের দশ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে বুধবার (১৪ অক্টোবর) ভোরে উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের সোনাইডাঙ্গা গ্রামে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে অগ্নিকাণ্ডে আশরাফুল ইসলামের প্রথম স্ত্রী মর্জিনা বেগম (৩৩) ও তার দেড় বছরের মেয়ে আসমা-উল হুসনা মারা যায়।
এ ঘটনায় মর্জিনার বাবা মোসলেম উদ্দিন মঙ্গলবার রাতেই থানায় মামলা দায়ের করেন। মামলায় এজহারে বলা হয়, আশরাফুল ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী মমিনা পরিকল্পিতভাবে ঘরে আগুন লাগিয়ে মা-মেয়েকে পুড়িয়ে হত্যা করেছে।
বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
টিআই