ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, বাসচালক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
রাজধানীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, বাসচালক আটক ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর কারওয়ান বাজারে একটি বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষ ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।



বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে স্বাধীন এক্সপ্রেস সিটিং সার্ভিস পরিবহনের একটি বাস সামনে থাকা একটি প্রাইভেটকারে ধাক্কা মারে।

স্বাধীন এক্সপ্রেস পরিবহন মাওয়া ফেরিঘাট থেকে মিরপুর ১২ নম্বর রুটে চলাচল করে।

এ ঘটনায় রমনা থানার এসআই শরীফ বাংলানিউজকে জানান, কেউ হতাহত হয়নি। তবে গাড়ি চালককে আটক করে রমনা থানায় নেওয়া হয়েছে।

তবে এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। রেকার দিয়ে গাড়ি সরিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়:  ২১৪৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
এফবি/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।