ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

অজ্ঞান পার্টির খপ্পরে কাতার প্রবাসী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
অজ্ঞান পার্টির খপ্পরে কাতার প্রবাসী ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর গুলিস্তানে কাতার প্রবাসী এক ব্যক্তি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সঙ্গে থাকা দেড় লাখ টাকা ও মোবাইল-মানিব্যাগ-ভিসা কাগজপত্র খুইয়েছেন। শাহ আলম (৩৫) নামে ওই ব্যক্তির বাড়ি ফরিদপুরের সদরপুরে।



বুধবার (১৪ অক্টোবর) গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউতে তাকে অজ্ঞান অবস্থায় পেয়ে পথচারী সবুজ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।

ঘটনা প্রসঙ্গে তার মামাতো ভাই জানান, শাহ আলম কাতার থেকে দেশে এসেছেন সাতদিন হলো। এদিন তিনি বনানী গিয়েছিলেন একটি অফিসে পাওনা দেড় লাখ টাকা আদায় করতে। সেখান থেকে ফেরার পথে তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। টাকাসহ মোবাইল ও ভিসা খোয়া গেছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৪
এজেডএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।