ঢাকা: সম্প্রতি রাজধানী ঢাকার গুলশানে খুন হওয়া ইতালির নাগরিক তাবেলা সিজারের মরদেহ তার নিজ দেশ ইতালিতে পাঠানোর উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) যথাযথ প্রক্রিয়া শেষে ইতালিতে নিয়ে যাওয়ার জন্য মরদেহ হস্তান্তর করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গ কর্তৃপক্ষ।
পরে বিকেল ৪টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। মরদেহ এখন উড্ডয়নের অপেক্ষায় রয়েছে।
বিমানবন্দর আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অপারেশন কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সিহাব কায়সার খান বাংলানিউজকে জানান, ইতালির নাগরিক সিজারের মরদেহ এয়ার এমিরেটসে করে প্রথমে দুবাই যাবে। পরে সেখান থেকে ইতালির রাজধানী রোমে পৌঁছাবে। ফ্লাইটি রাত সাড়ে ৯টায় উড্ডয়নের কথা থাকলে প্রক্রিয়াগত কারণে একটু দেরি হচ্ছে।
বিমানবন্দর আমর্ড পুলিশ ব্যাটালিয়নের আরেক অফিসার এএসপি নূর-ই-আলম সিদ্দিকী বাংলানিউজকে জানান, সিজারের মরদেহ এয়ার এমিরেটসের ইকে-৫৮৫ ফ্লাইটে করে শাহজালাল আন্তর্জাতিক বিমান থেকে উড্ডয়ন করবে।
বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
এনএইচএফ/এসআর