নীলফামারী: স্বীকৃতিপ্রাপ্ত নন-মান্থলি পেমেন্ট অর্ডার (এমপিও) ভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিও ভুক্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক-কর্মচারী ফেডারেশন।
বুধবার (১৪ অক্টোবর) নীলফামারী শহরের চৌরঙ্গি মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে ফেডারেশনের সভাপতি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বক্তব্য রাখেন-সাধারণ সম্পাদক মোবাশ্বের রাশেদিন, নীলফামারী পৌর আওয়ামী লীগ সভাপতি মুশফিকুল ইসলাম রিন্টু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাহিদুল ইসলাম নিক্সন, মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ সারওয়ার মানিক ও সিপিবি জেলা সভাপতি শ্রীদাম দাস।
মানববন্ধনে বক্তারা দ্রুত তাদের দাবি মানতে সরকারের কাছে আহ্বান জানান।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক মো. জাকির হোসেনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এক স্মারকলিপিও পেশ করেন ফেডারেশনের নেতাকর্মীরা।
বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
টিআই